খানকায়ে মাদানিয়ায় ১০ম বার্ষিক ৩ দিনব্যাপী ইসলাহি ও তালিমি জোড় শুরু ৩০ শে অক্টোবর
তারিখ: ৩০, ৩১ অক্টোবর ও ১ নভেম্বর ২০২৫ ইং
রোজ: বৃহস্পতি, শুক্র ও শনিবার।
স্থান: দিঘীরপাড় (হালিমাবাদ), গফরগাঁও, ময়মনসিংহ
আলেম-উলামাদের প্রাণকেন্দ্র ময়মনসিংহের ঐতিহ্যবাহী গফরগাঁও -এ অবস্থিত খানকায়ে মাদানিয়ায় আগামী ৩০, ৩১ অক্টোবর ও ১ নভেম্বর তিন দিনব্যাপী ১০ম বার্ষিক ইসলাহি ও তালিমি জোড় অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। রবিবার ফজরের পর আখেরি মুনাজাতের মাধ্যমে এ মাহফিলের পরিসমাপ্তি হবে।
গত ২৫ সেপ্টেম্বর বুধবার বাদ মাগরিব সাপ্তাহিক ইসলাহি মাহফিল শেষে খানকায়ে মাদানিয়ার মুতাওয়াল্লি শায়খ মুফতি আনোয়ার মাহমুদ দা.বা. এর সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ পরামর্শ সভায় এ তারিখ চূড়ান্ত করা হয়। এছাড়াও জোড়কে সফল করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
উক্ত জোড়ে দেশের প্রখ্যাত উলামায়ে কেরাম ও বুজুর্গানে দ্বীন উপস্থিত হয়ে কুরআন-হাদিসের আলোকে বয়ান পেশ করবেন।
আত্মশুদ্ধি, আক্বীদা, নামাজ, তেলাওয়াতের মাশক, যিকির-আযকার ও তাসবিহ-তাহলিলের প্রশিক্ষণ প্রদান করা হবে।
দৈনিক আমলের সূচি
ভোর ৪.০০টা – ফজর পর্যন্ত
তাহাজ্জুদ, যিকির ও দোয়া
বাদ ফজর
সূরা ইয়াসিন তিলাওয়াত, ছয় তাসবিহ, সংক্ষিপ্ত বয়ান, ইশরাকের নামাজ
সকাল ৭.০০ – ৯.৩০
নাস্তা, বিশ্রাম, শাইখের সাথে মুলাকাত ও আমলি হালত পেশ
সকাল ৯.৩০ – ১০.১৫
ঈমান-আক্বীদা ও মাসাইলের আলোচনা
সকাল ১০.১৫ – ১১.১৫
তাসাউফ ও তাযকিয়ার তালিম
১১.১৫ – ১২.১৫
আযান, ইকামত, নামাযের প্রশিক্ষণ, দোয়া ও ক্বিরাত মশক
১২.১৫ – ১.০০টা
অজু, গোসল, নামাজের প্রস্তুতি ও ব্যক্তিগত আমল
বাদ জোহর
সূরা ফাতাহ তিলাওয়াত, আমলের মুযাকার
২.০০টা থেকে
খানা, বিশ্রাম, আসরের প্রস্তুতি
বাদ আসর
সূরা নাবা তিলাওয়াত, বয়ান
বাদ মাগরিব
সূরা ওয়াকিয়া তিলাওয়াত, ছয় তাসবিহ, বয়ান
বাদ ইশা
সূরা মূলক তিলাওয়াত, বয়ান ও যিকির, রাতের খাবার ও বিশ্রাম
আখেরী মুনাজাত: রবিবার বাদ ফজর
খানকায়ে মাদানিয়ার সংক্ষিপ্ত পরিচিতি:
২০০৭ সালে ফেদায়ে মিল্লাত সাইয়্যিদ আসআদ মাদানি রহ. এর খাস খাদেম ও খলিফা শায়খ মুফতি আনোয়ার মাহমুদ দা.বা. খানকায়ে মাদানিয়া প্রতিষ্ঠা করেন। আত্মশুদ্ধি, তাজকিয়া, তালিম ও ইসলামের দাওয়াত ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে প্রতিষ্ঠিত এ প্রতিষ্ঠান বর্তমানে দেশের অন্যতম ইসলাহি কেন্দ্র।
প্রতিষ্ঠার পর থেকে ভারতের বিশ্বখ্যাত বুজুর্গানে দ্বীন—সাইয়্যিদ আরশাদ মাদানি দা.বা., সাইয়্যিদ আসজাদ মাদানি দা.বা. ও সাইয়্যিদ মাহমুদ মাদানি দা.বা.—একাধিকবার তাশরিফ এনেছেন। দেশ-বিদেশের আলেমরাও নিয়মিত আসছেন এবং ইসলাহি বয়ান ও তালিমের মাধ্যমে মানুষ উপকৃত হচ্ছেন।
গত নয় বছর ধরে ধারাবাহিকভাবে আয়োজিত এ তিন দিনব্যাপী জোড় মুসলিম সমাজে আত্মশুদ্ধি, ঈমানি দৃঢ়তা ও ইসলাহি চেতনা জাগ্রত করতে বিশেষ ভূমিকা রেখে আসছে।